বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৬:৪৭

শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি করা হয়। ছবি: বাসস

শরীয়তপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ র‍্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগম এ র‍্যালিতে নেতৃত্ব দেন। 

পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। 

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন প্রমুখ। 

পরে, জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অবস্থিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।