বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৫

বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১

বগুড়া, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): বগুড়া শহরের কালিতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার রাতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ সময় গোডাউনের ম্যানেজারকে আটক করা হয়।

আটক ম্যানেজারের নাম রফিকুল ইসলাম (৩৯)। তিনি সদর উপজেলার নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

আজ সোমবার তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন ওই গোডাউনে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

ওসি ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।