শিরোনাম
পিরোজপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার ভোররাতে ঝালকাঠীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদারকে আদালতে পাঠানো হয়েছে।