শিরোনাম
লক্ষ্মীপুর, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেরাজ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে লাহারকান্দি ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গণঅভ্যুত্থান চলাকালে চার শিক্ষার্থী হত্যা মামলায় জসিম উদ্দিনকে এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেহেরাজ হাসানকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়।
জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর শহরে গত বছরের চার আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় চার শিক্ষার্থী হত্যার শিকার হন। এ হত্যা মামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গণ অভ্যুত্থান চলাকালে চার আগস্ট শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও দুইশ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় কয়েকশ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়।