বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৫:৩৯

নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা

নাটোর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নাটোরে দুই উৎপাদককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিএসটিআই আইন না মানায় আজ সোমবার তাদের এ জরিমানা করা হয়। 

জেলা প্রশাসন ও বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জানা গেছে, অভিযানে বিএসটিআই মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সরিষার তেল উৎপাদন ও বিপণন করার দায়ে শহরতলীর দেব অয়েল মিলের মালিক বিরাজ দেব সাধনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই অপরাধে বেকারি সামগ্রী উৎপাদন করায় শহরতলীর ভাটোদাড়া এলাকায় আরিফ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. রনোকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জরিমানালব্দ অর্থ পরিশোধ করে দুই উৎপাদক দায় থেকে অব্যাহতি লাভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।