বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৪:১০

মৎস্য সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে র‌্যালি ও সভা

সোমবার পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। ছবি: বাসস

পটুয়াখালী, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। সভা সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার।

এ সময় ইউএনও বলেন, দক্ষিণবঙ্গের এই উপজেলাটি মৎস্যের অভয়ারণ্য। বাউফলে মৎস্য নিয়ে কাজ করার ব্যাপক ক্ষেত্র রয়েছে। তাই অত্র এলাকার মৎস্য সংশ্লিষ্টদের সরকারি বিধি মোতাবেক চলতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন খান, অ্যাডভোকেট সাহাবাজ হোসেন খান মিল্টন, ডাক্তার মো. আবু রায়হানসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এর আগে উপজেলা মৎস অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। 
মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।