বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৬

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ

মুন্সীগঞ্জ, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কসমেটিক পণ্য জব্দ করা হয়েছে। একইসঙ্গে কারখানার মালিককে কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোরদিঘীরপাড় গ্রামে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও জেলা প্রশাসন শ্রীনগর উপজেলার জোরদিঘীরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়ির ভাড়াটে মো. ইয়াছিনের অবৈধ কারখানা থেকে নকল ও ভেজাল কসমেটিক পণ্য জব্দ করা হয়।  

এ সময় ক্রিম তৈরির ১ টি মেশিন, বিভিন্ন পণ্যের খালি বোতল, প্যাকেট জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত পণ্য সামগ্রী ধ্বংস করা হয়।

শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানীর নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক ইয়াছিনকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।