বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৭:০৫

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে সংবাদ সম্মেলন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

আজ রোববার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ সিভিল সার্জনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন সুকেদেব সাহা,  সার্ভিসেস এন্ড ইমুনাইজেসন মেডিকেল কর্মকর্তা (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ইমামা ইকবাল, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর রাজেশ সিংহ মিথুন, সাংবাদিক মাসুম হেলাল, মুহাম্মদ আমিনুল হক, জসিম উদ্দিন,  আসাদ মনি, সুলেমান কবির প্রমুখ। 

এ সময় সাংবাদিকদের দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত সময়ে টাইফয়েড টিকাদান প্রদান করতে ব্যাপক প্রচারের অনুরোধ করা হয়। 

উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড টিকা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ কর্ম দিবস পর্যন্ত চলবে। জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট ৬ লাখ ৯৯ হাজার ৬৮৭ শিশুকে এই টিকা প্রদান করা হবে।