শিরোনাম
লালমনিরহাট, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
আজ দুপুরে সদর উপজেলায় তিস্তা নদী তীরবর্তী খুনিয়াগাছ ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক হোসেন-এর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন প্রামাণিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন, জেলা বিএনপি’র উদ্যোগে বন্যা দুর্গত পাঁচশ’টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।