বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৬

রাঙ্গামাটিতে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতির তাণ্ডব

প্রতীকী ছবি

রাঙ্গামাটি, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলাধীন ১নং জীবতলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্য হাতির পাল তাণ্ডব চালিয়েছে।

হাতির পালের তাণ্ডবে স্কুলের গেইটসহ ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের ক্লাসরুম, নষ্ট হয়েছে বেঞ্চ, ব্লাকবোর্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। তবে হাতির তাণ্ডবে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।  হাতির পাল আশে পাশে অবস্থান করায় আবারো হাতির আক্রমনের ভয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ের ক্লাস।

এতে করে এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে। গতকাল শনিবার দিবাগত রাতে হাতির পাল স্কুলে এই তাণ্ডব চালিয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ১নং জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসসকে জানান, জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতির তাণ্ডবের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে বসে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

চেয়ারম্যান সুদত্ত চাকমা বাসসকে জানান, জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দিবাগত রাতে বন্য হাতির পাল স্কুলের তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে স্কুলের অনেক ক্ষতি হয়েছে। তবে রাতে হাতির পাল তাণ্ডব চালানোর কারণে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তাই স্কুলের ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের যার যার ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। বন্য হাতিরা দূরত্বে চলে গেলে আবারো বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।