বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক

কক্সবাজার, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুইজন কারবারিকে আটক করা হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ১০ টায় বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়। তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

আটকরা হলেন, মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। এর মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি ইলিয়াস খান বলেন, আটককৃতরা বেলা ১১ টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইট ধরতে তারা০০০ সকাল সোয়া ১০ টার দিকে বিমানবন্দরে যান। 

এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট খেলার ব্যাটের ভেতর থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ ও তাদের আটক করা হয়।  

ইলিয়াছ খান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।