শিরোনাম
বাগেরহাট, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মোরেলগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সম্মেলনের দ্বিতীয়ার্ধে প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এতে ৫৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল হক বাবুল। ৫৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।
সাংগঠনিক সম্পাদক পদে ৪৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন সাবিনা ইয়াসমিন টুলু ও ৩৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ফিরোজ শাহ তালুকদার।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় টানা ১৮ বছর পরে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হলো। গতকাল কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহণ শেষে রাত ৯টায় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির এ ফলাফল ঘোষণা করেন। বাগেরহাট জেলার বৃহত্তর উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মোরেলগঞ্জ উপজেলা। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১১৩৫ টি।
এর আগে গতকাল বেলা ১১ টায় এসি লাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহীদুল হক বাবুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কাজি খায়রুজ্জামান শিপন ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টি এম আকরাম হোসেন তালিম। তিনি বলেন, ইতোমধ্যে বাগেরহাট জেলার ৯ উপজেলার ৬টি উপজেলা ও ৩টি পৌর বিএনপির কমিটি সম্মেলন ও প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর খুব দ্রুতই বাকি উপজেলা এবং জেলা বিএনপির নির্বাচন সম্পন্ন হবে।