বাসস
  ১৬ আগস্ট ২০২৫, ১৮:০০

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

প্রতীকী ছবি

নেত্রকোণা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে হারেছ মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেছ মিয়া কলমাকান্দা থানার কৈলাটি ইউনিয়নের বাহাম গ্রামের হাসন আলীর ছেলে।

আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নেত্রকোণার দিকে আসছিল। এ সময় নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় বিপরীত দিক থেকে  কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। 

এ ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বায়েজিদ নামের এক শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নেত্রকোনা থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই পালিয়ে যায় কাভার্ড ভ্যানচালক। ঘাতক চালক ও গাড়িটি শনাক্তে আমরা কাজ করছি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।