শিরোনাম
বান্দরবান, ১৬ আগস্ট ২০২৫ (বাসস): সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী বান্দরবানে উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ শনিবার ভোরে বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরের রাজারমাঠে মহানামযজ্ঞের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে সকাল ১১টায় রাজারমাঠ থেকে মহাশোভাযাত্রা বের করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান আলী এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক অলক ধরসহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজারমাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উৎসব প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতিতে সজ্জিত হয়ে শিশু-কিশোর ও তরুণ তরুণীরা অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী রাজারমাঠে চলে মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। আগামীকাল রোববার ভোরে পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জন্মাষ্টমী উৎসব।