শিরোনাম
পঞ্চগড়, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচি পালন করেছে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
চিকিৎসকদের এ সংগঠনের কর্মসূচির মধ্যে ছিলো দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকায় মরহুম আলহাজ্ব দারাজ উদ্দীন চৌধুরী হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির পঞ্চগড় শাখা।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে এতিমদের মধ্যে খাবার বিতরণ ও মাদরাসা চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ড্যাবের পঞ্চগড় শাখার প্রতিনিধি ডা. বাহরাম আলী, ডা. মাহাবুব উল আলম, ডা. মনোয়ার হোসেন, ডা. আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।