শিরোনাম
রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।
রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহীর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। দ্রুত আসামিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধনে।