শিরোনাম
বাগেরহাট, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকেরা।
গতকাল রোববার বিকেল ৬ টায় কচুয়া প্রেসক্লাব থেকে উপজেলা গেটের প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। একই সাথে দেশব্যাপী সকল সাংবাদিক নির্যাতন বন্ধ এবং তাদের নিরাপত্তায় প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক খান জাহান পত্রিকার সম্পাদক সাংবাদিক শেখ আবু সাঈদ, বাসসের বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি দৈনিক গ্রামের কাগজের তরিকুল ইসলাম প্রমুখ।