শিরোনাম
টাঙ্গাইল, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার সখীপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে সখিপুর উপজেলা মিলনায়তনে লাবিব প্রুপের পক্ষ থেকে ২০৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি। এ সময় উপস্থিত ছিলেন, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
সখিপুর উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়াা হয় বলে জানান আয়োাজকেরা।