শিরোনাম
বগুড়া, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার খেজুর তলার আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপারসহ ছয়জন গুরতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
মরদেহটি মর্গে রয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।