শিরোনাম
মাগুরা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাসহ ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরণের সহায়তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।