বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৮:২৩

রাউজানে দেশীয় তৈরি এলজি ও রামদাসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

 চট্টগ্রাম, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে একটি দেশীয় এলজি ও একটি রামদাসহ সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ১ নম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদার বাড়ি থেকে মো. নুর উদ্দিন (৩৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নুর উদ্দীন হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা এলাকার মৃত সাহা আলমের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে নুর উদ্দীন নামে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার দেওয়া তথ্যমতে তার ঘর থেকে ১টি দেশীয় এলজি ও বিশেষ কায়দায় প্রস্তুতকৃত একটি রামদা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নুর উদ্দিন পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।