বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ২০:২৭

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সড়ক বিভাগের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর  বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। 

আজ মঙ্গলবার বাদ যোহর রাজধানীর তেজগাঁওস্থ সড়ক ভবন সংলগ্ন মসজিদে গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) ড. শেখ মইনউদ্দিন। 

দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি সড়ক ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয় ও সওজ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক আয়োজিত রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। এসময় ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার উপস্থিত ছিলেন।