বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৮:৩২
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৮:৩৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সেতু বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫(বাসস) : ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

আজ বাদ যোহর সেতু ভবন মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আলোচনা সভায় সেতু সচিব সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য সবার প্রতি  আহ্বান জানান। 

এছাড়াও মোহাম্মদ আবদুর রউফ তার বক্তব্যে বিভাগের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। 

২০২৪ সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং ছাত্র-জনতার  গণ-অভ্যুত্থানের মুখে সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাদ যোহর সেতু ভবন মসজিদসহ কর্তৃপক্ষের আওতাধীন সকল স্থাপনার মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।