শিরোনাম
ঠাকুরগাঁও, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক জনজাগরণ, যা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়।
তৎকালীন সময়ে ছাত্রজনতার সাহসী ভূমিকা এই আন্দোলনকে শক্ত ভিত দিয়েছিল।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে এই আন্দোলনের ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সচেতন ও দৃঢ়চিত্ত হতে পারে।