বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৭:৫৮

বায়তুল মুকাররমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোরআন খতম ও বিশেষ দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মুকাররম । ফাইল ছবি

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় কোরআন খতম এবং বাদ জোহর বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুস সালাম খান। এছাড়া ফাউন্ডেশনের সচিব, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপপরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

একই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।