বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৭:০২

কিশোরগঞ্জে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৫ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা ও যোদ্ধাদের সংবর্ধনা জানিয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদ সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। 

এ সময় তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল নিপীড়নের বিরুদ্ধে জনতার প্রতিরোধের প্রতীক এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।