বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৬:৩৯

মাগুরায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ঊপলক্ষে শহীদদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা । ছবি : বাসস

মাগুরা, ৫ আগস্ট, ২০২৫(বাসস) : ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলায়  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । 

আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। শুরুতেই "ক্যামেরা-কলমে জুলাই মাগুরা" শীর্ষক একটি দেয়ালিকা প্রদর্শন করা হয়, যাতে বিগত বছরের গণমাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম স্থান পায়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি জেলা পরিষদ নির্মিত "মাগুরা জুলাই গণঅভ্যুত্থানে প্রতিধ্বনি" শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে সকালে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল-আমিনের কবর জিয়ারত করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।