শিরোনাম
ফরিদপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ফরিদপুরে জুলাই শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৪ জন ও ভাঙ্গার ২ শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শহরের গোয়ালচামটে শহীদ জান শরীফ মিঠুর কবরে ফুলেণ শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলসহ প্রশাসনের কর্মকর্তা। এছাড়া নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়াসহ শহরের কবি জসিমউদ্দীন হলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়। এ সময় জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।