শিরোনাম
রাঙ্গামাটি, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছাড়া হয়েছে।
গতকাল সোমবার রাত ১২ টা ৫ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছাড়া শুরু হয়েছে বলে বাসসকে জানিয়েছেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮ ফুট মীনস সি লেভেল। যা বিপদসীমার ওপর ধরা হয়। যার ফলে আমরা গতরাত ১২ টা ৫ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে ৯হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
তিনি আরো জানান, কাপ্তাই লেকে পানির লেভেল যাতে বিপদসীমা অতিক্রম না করে সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। পানির পরিমান বৃদ্ধির ওপর নির্ভর করেই পানি ছাড়ার পরিমাণ নির্ধারিত করা হবে। তিনি বলেন, অতীতে হ্রদে পানি বৃদ্ধির ফলে ৫ ফুট উচ্চতায় পানি ছেড়ে দেয়ার পরও কর্ণফুলীর নিচু এলাকায় কোন ধরনের সমস্যা হয়নি। আশা করছি আগামীতেও সমস্যা হবে না।
এ দিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলার বেশ কয়েকটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট সচল থাকায় এই ৫ টি ইউনিট এর মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট দিয়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।