বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৫:১৭
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৫:২২

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা। ছবি : বাসস

পিরোজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। 

জুলাই গণঅভ্যুত্থান জেলায় মোট ৫ জন শহীদ হয়েছেন।এদের মধ্যে তিন জন শহীদ এর কবর  পিরোজপুরে এবং দুইজনকে ঢাকায় সমাহিত করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে সমাহিত শহীদ মো. আবু জাফর হাওলাদার এর কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল কবির,মঠবাড়িয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম সহ মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ  জেলার  মোট ২৪ টি দপ্তরের কর্মকর্তারা।