বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৪:৪৪

ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

আজ সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এরপর পর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,  সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম। 

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।