বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ২০:১০

ঝালকাঠিতে গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা 

ছবি : বাসস

ঝালকাঠি, ৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা সদরে নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন জেলার নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং ঝালকাঠি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই নিজামী।

ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতির সংকট ও উত্তরণের পথে ধর্মীয় নেতৃত্বের ভূমিকা, জাতীয় ঐক্য ও সচেতনতা গঠনে আলেম-ওলামাদের দায়িত্ববোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।