বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ২০:০৭

দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভা ‘সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার’ আজ সোমবার শুরু হয়েছে। 

সভায় সার্ক দেশগুলোর প্রতিনিধি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সভা চলবে আগামী বুধবার পর্যন্ত।

সভায় বক্তারা বলেন, ক্ষয়িষ্ণু মাটি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য বৃদ্ধি ও জলবায়ু সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় জরুরি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্ক ও বিমসটেক) আবদুল মোতালেব সরকার বলেন, পুনরুজ্জীবিত কৃষি সময়ের দাবি, যা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ। তিনি বলেন, পুনরুজ্জীবিত কৃষি শুধু পরিবেশ রক্ষা নয়, দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতা ও স্থিতিশীলতাও নিশ্চিত করে। বিশেষ অতিথি নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার জানান, এই পদ্ধতি কৃষকদের জন্য অর্থনৈতিকভাবেও লাভজনক।

প্রথম দিনে দেশ ভিত্তিক উপস্থাপনায় সদস্য রাষ্ট্রগুলো তাদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। এছাড়া বিশেষজ্ঞ উপস্থাপনা তুলে ধরেন  ড. দেবাশীষ চক্রবর্তী এবং ড. সিকান্দার খান তানভীর।