শিরোনাম
সিলেট, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটে অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে (৪৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
আজ সোমবার সকাল ৬টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্টস্থ জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, সিপিএসসি, সিলেট ইউনিটের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আটক জসিম উদ্দিন ওরফে জসিম আহমদ (৪৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে।
২০১৭ সালের ১৪ মার্চ গোলাপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মোট চারটি মামলা রয়েছে এবং আরও দুই মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
র্যাব জানায়, জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।