শিরোনাম
কুড়িগ্রাম, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে ডিসি নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।