বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৯:০৭

গোপালগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত 

আজ গোপালগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত । ছবি : বাসস

গোপালগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় প্রমুখ।

পরে চারজন রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে সম্মাননা ক্রেস ও তিনজন রেমিট্যান্স যোদ্ধার সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।