শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের দিবসসমূহ পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশটি আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা সমাজসেবা উপ-পরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন ডা. একেএম শাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন এবং জুলাই যোদ্ধা প্রতিনিধি ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
সমাবেশে বক্তারা চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতি, ত্যাগ ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন।
অনুষ্ঠানে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া শহীদ পরিবারের প্রতি সমবেদনাসহ জুলাই শহীদদের শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করা হয়।