বাসস
  ৩০ জুলাই ২০২৫, ২০:৩৮

লালমনিরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা 

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা । ছবি : বাসস

লালমনিরহাট, ৩০ জুলাই ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কৃষ্ণচূড়া’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন। 

কোর্স পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া সুলতানা। কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান।

কর্মশালায় বক্তারা বলেন, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির স্বাস্থ্যে নয়, সামগ্রিকভাবে সমাজ ও জাতির জন্যও মারাত্মক হুমকি। শুধুমাত্র আইন প্রয়োগ নয় বরং পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা জরুরি। তামাক নিয়ন্ত্রণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রশিক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, তামাকবিরোধী সংগঠনের সদস্য, ইমাম, শিক্ষক, সাংবাদিক প্রমুখ অংশগ্রহণ করেন।


 

Copyright © • BSS DASHBOARD • All Rights Reserved

Page Load Time : 0.01 SEC