শিরোনাম
নাটোর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘উত্তরা গণভবন’ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াতের সঞ্চালনায় এ সভায় নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উত্তরা গণভবনের জলাশয়ের আগাছা অপসারণ এবং মাছ ধরার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি রাজবাড়ির প্রবেশপথে বিদ্যমান ভবনে একটি স্যুভেনীর শপ করার সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে। স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ দ্রুততার সাথে একটি পরিকল্পনা তৈরী করবে এবং ওই পরিকল্পনা অনুসারে সংস্কার কাজ সম্পাদন করা হবে বলে সভায় জানানো হয়।