বাসস
  ২৮ জুলাই ২০২৫, ২০:৩৩

ঝালকাঠিতে ‘জুলাই যোদ্ধা’দের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা 

ছবি: বাসস

‎ঝালকাঠি, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ গণঅভ্যুত্থানের অবদান রাখা ‘জুলাই যোদ্ধা’দের স্মরণে আলোচনাসভা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে । 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালে এ কর্মসূচি পালিত হয়।

‎জেলার সিভিল সার্জন ও ১০০-শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

‎আলোচনা সভায় বক্তারা ‘জুলাই যোদ্ধা’দের অবদান স্মরণ করে বলেন, দেশের ইতিহাসে এই বীরদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

‎দিনব্যাপী আয়োজনে আলোচনা সভার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়।