শিরোনাম
সিরাজগঞ্জ, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি’-এর আওতায় ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা।
এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন ছাত্র- ছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।