শিরোনাম
নওগাঁ, ২৮ জুলাই ২০২৫ (বাসস): নওগাঁর ধামইরহাটে অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর মঙ্গলবাড়ী শাখার বাস্তবায়নে এবং ঢাকা উইমেন’স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসি আই) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদাল গ্রামে এ পাইলটিং প্রকল্প শুরু হয়েছে।
প্রকল্পের সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. জেসমিন আক্তার। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর।
আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মনসুর আলম, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, ইউপি সদস্য ফাতিমা খাতুন, আবু সালেহ সরদার, উপকারভোগী হাবিবা খাতুন, ফিল্ড সুপারভাইজার শামীমা, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রতীমা পাহান প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পের অধীনে বাদাল গ্রামের ১০জন নারীকে বাছাই করে এক বছর তাদের গবাদিপশু, সেলাই মেশিন, পাটের ব্যাগ, পোল্ট্রি ফার্ম এবং বাগান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে তাদের স্বাবলম্বী করার জন্য এককালীন ৩০ হাজার দেয়া হবে যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারেন।