বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১৫:৪৮
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:৩০

জুলাই পুনর্জাগরণে বাগেরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ‎

সোমবার জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে জেলায় স্বেচ্ছায় রক্তদানসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২৮ জুলাই ২০২৫ (বাসস): জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে জেলায় স্বেচ্ছায় রক্তদানসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল থেকে এ কর্মসূচি পালিত হয়। বাগেরহাট জেলা হাসপাতালের পক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ আয়োজন করে। ‎

এ সময় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতাদের ডাটাবেজ তৈরি ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। 

হাসপাতালের পরিচালক ডাঃ অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, সিভিল সার্জন মাহাবুবুল আলম, ডেপুটি সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. সাদ্দাম হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণ আমাদের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। যাদের আত্মত্যাগে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় সূচিত হয়েছে সেখানে যেন আর কোনো আগ্রাসনের স্থান না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।