বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৫:৩৭

সাতক্ষীরায় মাদক কারবারি আটক  

সাতক্ষীরার শ্যামনগরে মাদক বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগরে মাদক বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আজ রোববার আদালতের মাধ্যমে ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা।

এর আগে শনিবার সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার নকিপুর কাঁচাবাজারের সামনে একটি চায়ের দোকান থেকে ওই যুবককে আটক করা হয়। 

আটক যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল (২২), তিনি পৌরসভার চণ্ডীপুর গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে ওই যুবক মাদক কেনাবেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে। ওই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।