বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৫:৩৩

রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খোকনের ইন্তেকাল

সাংবাদিক জাহাঙ্গীর আলম খোকন। ফাইল ছবি

রংপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম খবর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম খোকন (৪২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতকাল শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে যান।

মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ এশা পাগলা পীর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।