বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৪:০১

চরামুখা খাল থেকে কাঁকড়াসহ ট্রলার জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কপোতাক্ষ নদ এলাকা কাঁকড়াসহ ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বনবিভাগ। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কপোতাক্ষ নদ এলাকা থেকে ৭৩০ কেজি কাঁকড়াসহ ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বনবিভাগ। 

কোস্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে শনিবার চরামুখা খাল এলাকা থেকে এগুলো জব্দ করে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন কপোতাক্ষ নদের মোহনা সংলগ্ন চরামুখা খাল এলাকায় বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে টহল দেওয়ার সময় বিকেলে পরিত্যক্ত অবস্থায় ৭৩০ কেজি কাঁকড়াসহ ট্রলারটি জব্দ করে।

তিনি বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে কাঁকড়াসহ ট্রলারের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।