শিরোনাম
মেহেরপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উদ্বোধন শেষে বৃক্ষ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক।
মেলার উদ্বোধনের আগে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ (কুস্টিয়া) মো. রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দার প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলায় ১৭ টি স্টল স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি, ফুল, শোভাবর্ধক ইত্যাদি নানা রকম গাছ বিক্রির জন্য সাজানো হয়েছে।