বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১০:৫৬

৩১ দফা বাস্তবায়নে শেরপুরে মহিলা দলের সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ করেছে শেরপুর মহিলা দল। ছবি: বাসস

শেরপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ করেছে শেরপুর মহিলা দল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

জেলার ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে কাংশা, ধানশাইল, নলকুড়া, গৌরীপুর, হাতিবান্ধা, মালিঝিকান্দা ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শনিবার এ আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।