শিরোনাম
সাতক্ষীরা, ২৬ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম।
এ সময় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে দুটি মিনিবাসের বিরুদ্ধে মামলা এবং চারহাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।