বাসস
  ২৬ জুলাই ২০২৫, ১৯:৩১

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন আর রশীদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক লাখসানা লাকী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার আল আমিন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশকে দারিদ্রমুক্ত, সহিংসতামুক্ত, সাম্যের ও মানবিক করে গড়ে তোলার শপথ নেন।